Tag: আল কুরআন
-
আল্লাহর নির্দেশ
আল কুরআন, সুরা: ৬-আনয়ামআয়াত নং :-১৫১ হে মুহাম্মাদ! এদেরকে বলো, এসো আমি তোমাদের শুনাই তোমাদের রব তোমাদের ওপর কি বিধি-নিষেধ আরোপ করেছেন।১২৭ (এক) তাঁর সাথে কাউকে শরীক করো না।১২৮ (দুই) পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। ১২৯ (তিন) দারিদ্রের ভয়ে নিজের সন্তানদেরকে হত্যা করো না, আমি তোমাদেরকে জীবিকা দিচ্ছি এবং তাদেরকেও দেবো। (চার) প্রকাশ্যে বা গোপনে অশ্লীল…
-
আল্লাহর সাথে চুক্তি
আল কুরআন, সুরা: তওবাআয়াত নং :-১১১টিকা নং১, ২ বাংলা অনুবাদঃ প্রকৃত ব্যাপার এই যে, আল্লাহ মুমিনদের থেকে তাদের প্রাণ ও ধন-সম্পদ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। ১ তারা আল্লাহর পথে লড়াই করে এবং মারে ও মরে। তাদের প্রতি তাওরাত, ইঞ্জিল ও কুরআনে(জান্নাতের ওয়াদা) আল্লাহর জিম্মায় একটি পাকাপোক্ত ওয়াদা বিশেষ।২ আর আল্লাহর চাইতে বেশী নিজের ওয়াদা পূরণকারী…
-
স্বামী স্ত্রীর ঝগড়া
(কুরআনের সূরা নিসার ৩৪ নং আয়াতে স্বামী-স্ত্রীর ঝগড়া-ঝাঁটির একটি বিবরন ৩৪-৩৫ নং আয়াতে তুলে ধরা হয়েছে এবং সে সময় কি করতে হবে তার গাইডলাইন দেয়া হয়েছে। নারীবাদীরা ৩৪ নং আয়াতটা পড়েই হতাশ হয়ে বলে – “দেখ দেখ এখানে ডোমেস্টিক ভায়োলেন্স কে উৎসাহিত করা হচ্ছে!” কিন্তু আসলে বিষয়টা কি তাই? প্রাসঙ্গিক তাফসীর, গবেষণা ও বর্তমান সময়ের…
-
হালাল খাদ্য ও সাওয়া উস সাবীল (জীবন যাপনে মধ্যম পথ) – আল কুরআন
৫: সুরা আল-মায়িদাহ,:আয়াত: ৩, অনুবাদঃ তোমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে মৃতজীব, রক্ত, শূকরের গোশ্ত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যবেহকৃত জীব এবং কণ্ঠরুদ্ধ হয়ে, আহত হয়ে, ওপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোন হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে যবেহ করে দিয়েছো সেটি ছাড়া। আর যা কোন…
-
আল্লাহর ক্ষমতা
আল্ কুরআন (২১:৩১-৪১) ২১-আম্বিয়া(৩১-৪১) (21:31)وَ جَعَلْنَا فِی الْاَرْضِ رَوَاسِیَ اَنْ تَمِیْدَ بِهِمْ وَ جَعَلْنَا فِیْهَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّهُمْ یَهْتَدُوْنَ অনুবাদ: আর আমি পৃথিবীতে পাহাড় বসিয়ে দিয়েছি, যাতে সে তাদেরকে নিয়ে ঢলে না পড়ে এবং তার মধ্যে চওড়া পথ তৈরি করে দিয়েছি, হয়তো লোকেরা নিজেদের পথ জেনে নেবে। (21:32)وَ جَعَلْنَا السَّمَآءَ سَقْفًا مَّحْفُوْظًا ۚۖ وَّ هُمْ…
-
সালাতের জন্য প্রস্তুতি-আল্ কুরআন
Bismillahir Rahmanir Rahim. হে মু’মিনগণ! যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হইবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধৌত করিবে এবং তোমাদের মাথা মসেহ্ করিবে এবং পা গ্রন্থি পর্যন্ত ধৌত করিবে; যদি তোমরা অপবিত্র থাক, তবে বিশেষ ভাবে পবিত্র হইবে। তোমরা যদি পীড়িত হও অথবা সফরে থাক অথবা তোমাদের কেহ শৌচস্থান হইতে আসে, অথবা…
-
হারাম করা হইয়াছে মৃত জন্তু, রক্ত, শূকর-মাংস, আল্লাহ্ ব্যতীত অপরের নামে যবেহ্কৃত পশু–আল্ কুরআন
Bismillahir Rahmanir Rahim. তোমাদের জন্য হারাম করা হইয়াছে মৃত জন্তু, রক্ত, শূকর-মাংস, আল্লাহ্ ব্যতীত অপরের নামে যবেহ্কৃত পশু আর শ্বাসরোধে মৃত জন্তু, প্রহারে মৃত জন্তু, পতনে মৃত জন্তু, শৃংগাঘাতে মৃত জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু; তবে যাহা তোমরা যবেহ্ করিতে পারিয়াছ তাহা ব্যতীত, আর যাহা মূর্তি পূজার বেদীর উপর বলি দেওয়া হয় তাহা এবং…
-
Al Quran, Sura Nesa, Ayat-117
Bismillahir Rahmanir Rahim. Transliteration : ইয়ঁইয়াদ‘ঊনা মিন দূ নিহী ইল্লা ইনা-ছাওঁ ওয়াই ইয়াদ‘ঊনা ইল্লা-শাইতা-নাম মারীদা-। Meaning : আল্লাহ ছাড়া তারা শুধু নারীমূর্তিকে ডাকে এবং কেবল* অবাধ্য শয়তানকে ডাকে। * অর্থাৎ উপাসনা করে। Tafseer : তাঁর (আল্লাহর) পরিবর্তে তারা কেবল নারীদেরকে আহবান (দেবীদের পূজা) করে[১] এবং তারা কেবল বিদ্রোহী শয়তানেরই পূজা করে। [২] [১] إِنَاثٌ (নারী)…
-
Al Quran,Sura Ziljal
দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ পৃথিবী যখন আপন কম্পনে প্রবল ভাবে প্রকম্পিত হইবে, اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ۙ এবং পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া দিবে, وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا ۙ এবং মানুষ বলিবে, ইহার কী হইল ?’ وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا ۚ সেই দিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করিবে, يَوْمَٮِٕذٍ تُحَدِّثُ…
