হাদিস



প্রশ্ন : আত্মহত্যা করা কী? আত্মহত্যাকারীর জানাজা পড়া যাবে কি? তার জন্য ইসালে সাওয়াব করা কি বৈধ?


উত্তর : ইসলামের দৃষ্টিতে আত্মহত্যা করা হারাম ও কবিরা গুনাহ। ইমাম আবু হানিফা (রহ.)সহ অধিকাংশ ফিকাহবিদ বলেন, আত্মহত্যাকারীর জানাজা পড়তে হবে।
আর ইসালে সাওয়াব তথা দোয়া-দরুদ বা দান সদকার সওয়াব প্রত্যেক ইমানদারের প্রতি প্রেরণ করা যায়- সে যত বড়ই পাপী হোক না কেন। আত্মহত্যাকারীর জন্য ইস্তেগফার ও ইসালে সাওয়াব করা বৈধ।


তথ্যসূত্র : মুসলিম শরিফ : হাদিস নং-৯৭৮, তিরমিজি শরিফ : হাদিস নং ১০৬১, ফতোয়ায়ে শামি : খণ্ড-৩, পৃষ্ঠা-১০৮।
 

প্রতিদিনের আমলের জন্য ৭০টি দোয়া

Design a site like this with WordPress.com
Get started