Category: আল্ কুরআন
-
মুশরিক যারা মুমিনদের সাথে যুদ্ধরত
৯-তওবা (9:5) অনুবাদ: অতএব, হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে মুশরিকদের যেখানে পাও হত্যা করো এবং তাদের ধরো, ঘেরাও করো এবং প্রত্যেক ঘাঁটিতে তাদের জন্য ওঁৎ পেতে বসে থাকো। তারপর যদি তারা তাওবা করে, নামায কায়েম করে ও যাকাত দেয়, তাহলে তাদের ছেড়ে দাও। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। (9:6) অনুবাদ: আর যদি মুশরিকদের কোন ব্যক্তি আশ্রয়…
-
নবী সঃ সম্পর্কে রোম সম্রাট রাজা হিরাক্লিয়াসের ঘটনা
সহিহ বুখারী : ৭ ‘আবদুল্লাহ ইব্নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত :আবূ সুফিয়ান ইব্নু হরব তাকে বলেছেন, রাজা হিরাক্লিয়াস একদা তাঁর নিকট লোক প্রেরণ করলেন। তিনি তখন ব্যবসা উপলক্ষে কুরাইশদের কাফেলায় সিরিয়ায় ছিলেন। আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সে সময় আবূ সুফিয়ান ও কুরাইশদের সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিতে আবদ্ধ ছিলেন। আবূ সুফিয়ান তার সাথী…
-
আল্লাহর উন্নত মরযাদা সম্পন্ন লোকদের দপ্তর
৮৩-মুতাফফিফীন (83:18)كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْاَبْرَارِ لَفِیْ عِلِّیِّیْنَؕ অনুবাদ: কখ্খনো নয়, অবশ্যি নেক লোকদের আমলনামা উন্নত মর্যাদাসম্পন্ন লোকদের দফতরে রয়েছে। (83:19)وَ مَاۤ اَدْرٰىكَ مَا عِلِّیُّوْنَؕ অনুবাদ: আর তোমরা কি জানো, এ উন্নত মর্যাদাসম্পন্ন লোকদের দফতরটি কি? ৮৩-মুতাফফিফীন (83:20)كِتٰبٌ مَّرْقُوْمٌۙ অনুবাদ: এটি একটি লিখিত কিতাব। (83:21)یَّشْهَدُهُ الْمُقَرَّبُوْنَۙ অনুবাদ: নৈকট্য লাভকারী ফেরেশতারা এর দেখাশুনা করে। (83:22)اِنَّ الْاَبْرَارَ لَفِیْ…
-
Alay Imran
৩-আলে-ইমরান (1-200) (3:0)بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ অনুবাদ: পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে (3:1)الٓمَّٓۙ অনুবাদ: আলিফ লাম-মীম। (3:2)اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الْحَیُّ الْقَیُّوْمُؕ অনুবাদ: আল্লাহ্ এক চিরঞ্জীব ও শাশ্বত সত্ত্বা, যিনি বিশ্ব –জাহানের সমগ্র ব্যবস্থাপনাকে ধারণ করে আছেন, আসলে তিনি ছাড়া আর কোন ইলাহ্ নেই। (3:3)نَزَّلَ عَلَیْكَ الْكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَیْنَ…
-
Al Quran
Al Quran 30 para , 114 Sura, 6666 ayat, আল্ কুরআন অ্যাপস্ লিংক Al Quran App link click here
-
আল্লাহর সন্তান নাই এবং তিনি কারও সন্তান নন
Al Quran, Sura Ambia :Ayat-35 কাউকে সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়। তিনি পবিত্র সত্তা। তিনি যখন কোন বিষয়ে সিদ্ধান্ত নেন তখন বলেন, হয়ে যাও, অমনি তা হয়ে যায়। তাফসীর : এ পর্যন্ত খৃস্টানদের সামনে যে কথাটি সুস্পষ্ট করা হয়েছে সেটি হচ্ছে এই যে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করার যে আকীদা তারা অবলম্বন…
-
Al Quran:(59:21-23)
৫৯-হাশর (59:21) অনুবাদ: আমি যদি এই কুরআনকে কোন পাহাড়ের ওপর নাযিল করতাম তাহলে তুমি দেখতে পেতে তা আল্লাহর ভয়ে ধসে পড়ছে এবং ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমি মানুষের সামনে এসব উদাহরণ এ জন্য পেশ করি যাতে তারা (নিজেদের অবস্থা সম্পর্কে) ভেবে দেখে। (59:22) অনুবাদ: আল্লাহই সেই মহান সত্তা যিনি ছাড়া আর কোন মা’বুদ নেই। অদৃশ্য…
-
আল কুরআন,আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করার উপকারিতা
সুরা-আল-ফাতিহা-টিকা: ১) ইসলাম মানুষকে একটি বিশেষ সভ্যতা ও সংস্কৃতি শিক্ষা দিয়েছে। প্রত্যেকটি কাজ শুরু করার আগে আল্লাহর নাম উচ্চারণ করা সভ্যতা ও সংস্কৃতির একটি রীতি। সচেতনতা ও আন্তরিকতার সাথে এ রীতির অনুসারী হলে অনিবার্যভাবে তিনটি সুফল লাভ করা যাবে। একঃ মানুষ অনেক খারাপ কাজ করা থেকে নিষ্কৃতি পাবে। কারণ আল্লাহর নাম উচ্চারণ করার অভ্যাস তাকে…
