
(অনন্ত করুনাময়, পরম দয়ালু আল্লাহ্র নামে) ১- প্রশংসা আল্লাহরই যিনি তাঁর দাসের প্রতি অবতীর্ণ করেছেন এই গ্রন্থ, আর রাখেননি এতে কোন ঘুরপ্যাঁচ (যাতে এ গ্রন্থ মানুষকে সরলপথে চালিত করতে পারে)। ২- (তিনি একে করেছেন) ঋজু (যে নিজে ন্যায়নিষ্ঠ ও এর অনুসারীকে ন্যায়নিষ্ঠতার দিকে চালিত করে)– তাঁর কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য; আর বিশ্বাসীরা, যারা […]
কুরআনের উদ্দেশ্য (সূরা আল-কাহফ আয়াত ১-৬ থেকে)

Leave a comment