ইসলাম এবং একজন মুসলিমের কর্তব্য

ইসলাম ও একজন মুসলিমের কর্তব্য/https://smjuddin.blogspot.com/2020/11/blog-post_27.html

যে ভাবে আল্লাহ্‌ রিজিকের ব্যবস্থা করবেন ।

হালাল রিজিক উপার্জনে জাগতিক বৈধ সব উপায় অবলম্বনের পাশাপাশি খোদাভীতি, আল্লাহর ওপর আস্থা এবং তাঁর প্রতি কৃতজ্ঞতাসহ ক্ষমা প্রার্থনার মতো ইবাদত-বন্দেগি ধারাবাহিক চালিয়ে যেতে হবে। কারণ পবিত্র কোরআনে এসব আমলে রিজিক বৃদ্ধির কথা ঘোষিত হয়েছে। খোদাভীতি : ইরশাদ হয়েছে, ‘আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন। আর তাকে তার ধারণাতীত…

গিবত ও তার শাস্তি ঃ

সকল প্রশংসার মালিক আল্লাহ. প্রথমত: মুসলমানকে তার জিহ্বা পাহারা দিতে হবে এবং নিষিদ্ধ জিনিসগুলি এড়িয়ে চলতে হবে। এই নিষিদ্ধ জিনিসগুলির মধ্যে যা মানুষ প্রায়ই হালকাভাবে নেয় তা হল ঘিবাহ (গীবত করা), বুহতান (অপবাদ) এবং নামিমা (বিদ্বেষপূর্ণ গসিপ)। ঘিবা বা গীবত করা মানে একজন মুসলমানের অনুপস্থিতিতে তার সম্পর্কে কথা বলা এবং এমন কিছু বলা যা সে…

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started