আল্লাহর উন্নত মরযাদা সম্পন্ন লোকদের দপ্তর

৮৩-মুতাফফিফীন

(83:18)
كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْاَبْرَارِ لَفِیْ عِلِّیِّیْنَؕ

অনুবাদ: কখ্খনো নয়, অবশ্যি নেক লোকদের আমলনামা উন্নত মর্যাদাসম্পন্ন লোকদের দফতরে রয়েছে।

(83:19)
وَ مَاۤ اَدْرٰىكَ مَا عِلِّیُّوْنَؕ

অনুবাদ: আর তোমরা কি জানো, এ উন্নত মর্যাদাসম্পন্ন লোকদের দফতরটি কি?

৮৩-মুতাফফিফীন

(83:20)
كِتٰبٌ مَّرْقُوْمٌۙ

অনুবাদ: এটি একটি লিখিত কিতাব।

(83:21)
یَّشْهَدُهُ الْمُقَرَّبُوْنَۙ

অনুবাদ: নৈকট্য লাভকারী ফেরেশতারা এর দেখাশুনা করে।

(83:22)
اِنَّ الْاَبْرَارَ لَفِیْ نَعِیْمٍۙ

অনুবাদ: নিঃসন্দেহে নেক লোকেরা থাকবে বড়ই আনন্দে।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started