হাশিম আমলার শেয়ার করা খলিফা ওমরের হাদিসটি হল, ‘খলিফা উমর বলেনঃ মানুষকে ইসলাম ধর্মের দিকে আহ্বান কর, এমনকি কোনোরকম শব্দ উচ্চারণ ছাড়াও। মানুষ তাকে জিজ্ঞেস করলঃ এটা কীভাবে সম্ভব? উমর বললেনঃ তোমাদের উত্তম আচরণের মাধ্যমে।’
খেলার ফাঁকে মাঠে বসে সতীর্থের সঙ্গে পানি পান করছেন এমন একটি ছবি পোস্ট করে খলিফা উমরের হাদিসটি শেয়ার করেছেন আমলা।


Leave a comment