
এই কারণেই বনী ইসরাঈলের প্রতি বিধান দিলাম যে, নর হত্যা অথবা দুনিয়ায় ধ্বংসাত্নক কাজ করা ব্যতীত কেহ কাহাকেও হত্যা করিলে সে যেন দুনিয়ার সকল মানুষকেই হত্যা করিল; আর কেহ কাহারও প্রাণ রক্ষা করিলে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করিল। তাহাদের নিকট তো আমার রাসূলগণ স্পষ্ট প্রমাণ আনিয়াছিল, কিন্তু ইহার পরও তাহাদের অনেকে দুনিয়ায় সীমালংঘন-কারীই রহিয়া গেল।
আল্ কুরআন,সূরা নম্বরঃ ৫, আয়াত নম্বরঃ ৩২

Leave a comment