ইয়াহূদীদের প্রতি কুরআনের উপদেশ

Bismillahir rahhmanir rahim

ইয়াহূদীদের মধ্যে কিছু সংখ্যক লোক কথাগুলি স্থানচ্যুত করিয়া বিকৃত করে এবং বলে, শ্রবণ করিলাম ও অমান্য করিলাম’ এবং শোন, না শোনার মত; আর নিজেদের জিহ্বা কুঞ্চিত করিয়া এবং দীনের প্রতি তাচ্ছিল্য করিয়া বলে, রাইনা’। কিন্তু তাহারা যদি বলিত, শ্রবণ করিলাম ও মান্য করিলাম এবং শ্রবণ কর ও আমাদের প্রতি লক্ষ্য কর’, তবে উহা তাহাদের জন্য ভাল ও সংগত হইত। কিন্তু তাহাদের কুফরীর জন্য আল্লাহ্ তাহাদেরকে লানত করিয়াছেন। তাহাদের অল্প সংখ্যকই বিশ্বাস করে।

আল্ কুরআন,সূরা নম্বরঃ ৪, আয়াত নম্বরঃ ৪৬

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started