দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পৃথিবী যখন আপন কম্পনে প্রবল ভাবে প্রকম্পিত হইবে,
اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ۙ
এবং পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া দিবে,
وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا ۙ
এবং মানুষ বলিবে, ইহার কী হইল ?’
وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا ۚ
সেই দিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করিবে,
يَوْمَٮِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۙ
কারণ তোমার প্রতিপালক তাহাকে আদেশ করিবেন,
بِاَنَّ رَبَّكَ اَوْحٰى لَهَا ؕ
সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে, যাহাতে উহাদেরকে উহাদের কৃত কর্ম দেখান যায়,
يَوْمَٮِٕذٍ يَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا ۙ لِّيُرَوْا اَعْمَالَهُمْؕ
কেহ অণু পরিমাণ সৎকর্ম করিলে সে তাহা দেখিবে
فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ
এবং কেহ অণু পরিমাণ অসৎকর্ম করিলে সে তাহাও দেখিবে।
وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ
সূরা নম্বরঃ ৯৯, আয়াত নম্বরঃ১- ৮

Leave a comment