মহাসুখের চিরস্থায়ী আবাসস্থল জান্নাত প্রত্যাশায়

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

রাসূল, তাহার প্রতি তাহার প্রতিপালকের পক্ষ হইতে যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে ঈমান আনিয়াছে এবং মু’মিনগণও। তাহাদের সকলে তাঁহার ফিরিশতাগণে, তাঁহার কিতাবসমূহে এবং তাঁহার রাসূলগণে ঈমান আনিয়াছে। তাহারা বলে, আমরা তাঁহার রাসূলগণের মধ্যে কোন তারতম্য করি না’, আর তাহারা বলে, আমরা শুনিয়াছি এবং পালন করিয়াছি। হে আমাদের প্রতিপালক! আমরা তোমার ক্ষমা চাই আর প্রত্যাবর্তন তোমারই
নিকট।’

আল্ কুরআন,সূরা নম্বরঃ ২, আয়াত নম্বরঃ ২৮৫

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started